গত ০৭ আগস্ট ২০১৬ তারিখ বিকালে রাজশাহী পুঠিয়া উপজেলায় নন্দনপুর বাজারে হেযবুত তওহীদের উদ্যোগে গতকাল সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদের রাজশাহী জেলা আমীর আবু রায়হানের নেতৃত্বে নন্দনপুর প্রাইমারি স্কুল থেকে র্যালিটি বের হয়ে নন্দনপুর বাজার প্রদক্ষিণ করে নন্দনপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রাজশাহী জেলা আমীর আবু রায়হান, ভালুকগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী শাহ, রাজশাহী জেলা কৃষকলীগের সদস্য ও ভালুকগাছী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ডাঃ আজিজুল ইসলাম, ভালুকগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিরুল ইসলাম শিমুল, ভালুকগাছী ইউনিয়ন যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মাহাবুর রহমান, ভালুকগাছী ইউনিয়ন আ’লীগের ২নং ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যাটি নিয়ে হেযবুত তওহীদ বিগত কয়েক বছর যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দেশ আমাদের জন্মভূমি, কোন অযুহাতে এই দেশে জঙ্গিবাদ চলতে দেওয়া যাবে না।’ বক্তারা আরো বলেন, ‘জঙ্গিবাদ ইসলামের সৃষ্টি নয় বরং ইসলামকে ধ্বংস করার জন্য সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়েছে। ইসলামের সাথে এই জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই।’ রাজশাহী জেলার হেযবুত তওহীদের আমীর আবু রায়হানের নেতৃত্বে র্যালিতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেযবুত তওহীদের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।