সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি ও ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদ। মহেশপুর উপজেলা প্রেসক্লাবে ২৭ আগস্ট-১৯ রোজ মঙ্গলবার সকাল ১১টায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময়ে হেযবুত তওহীদের মহেশপুর উপজেলা সভাপতি শাহরিয়ার সবুজ ৬ দফা দাবিতে মূল বক্তব্য উপস্থাপন করেন এবং হেযবুত তওহীদের ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ যোবায়ের আহমেদ নুহু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন । আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ক্রমাগত হুমকির প্রেক্ষিতে কয়েকটি জেলায় আমরা মামলা দায়ের করেছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ আইন সবার জন্যই সমান। আলেম-ওলামা হলেই কেউ আইনের উর্ধ্বে উঠে যায়না। আমাদের দাবি, আইসিটি আইন লঙ্গনকারী, ওয়াজে অপপ্রচার কারী ও হুমকিদানকারী যেকোন ব্যক্তিকে এবং ইতঃপূর্বে দায়েরকৃত মামলায় আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।’তিনি এ বিষয়ে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময়ে হেযবুত তওহীদের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সাধারণ সম্পদক মোঃ মাহমুদুল হাসান মিলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ চকম আলী,মহেশপুর উপজেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদসহ জেলা ও উপজেলা পর্যাযের নেতৃবৃন্দ।