কাজী মাহফুজ:
আল্লাহ যখন কোনো জাতির উপর লানত দেন তখন তাদের বোধশক্তির বিলোপ ঘটে। তারা সকল জাতির দ্বারা অপমানিত হয় কিন্তু তাদের অপমানবোধ হয় না। তারা দিন দিন উচ্চাসন থেকে হীনপদস্থ হয় কিন্তু লজ্জাবোধ থাকে না। বর্তমানের এই ১৬০ কোটির মোসলেম দাবিদার জনগোষ্ঠীর এই অবস্থা হোয়েছে। তাদেরকে পৃথিবীর সকল জাতি মিলে বিশ্বময় লাঞ্ছিত কোরছে কিন্তু তাদের কোনো লজ্জাবোধ নেই। উপর্যুপরি শারীরিক আঘাতে শরীর যেমন বোধহীন হোয়ে যায় তেমনিভাবে বিগত কয়েক শতাব্দী ধোরে ইউরোপীয় পরাশক্তিগুলির গোলামী কোরতে কোরতে, তাদের দ্বারা মার খেতে খেতে এ জাতির দেহ ও আত্মা সমান বোধহীন হোয়ে গেছে। অন্যজাতিগুলির ঘৃণা আর থুথু হজম কোরে তারা বরাবরের মতই মহানন্দে ঈদ কোরছে, মিলাদ পড়ছে, নামাজ-রোজা-হজ্ব কোরছে, ফিরনী, শেমাই খাচ্ছে, ফুটবল-ক্রিকেট খেলছে, চাকরি-ব্যবসা সব কিছু চালিয়ে যাচ্ছে যেন কিছুই হয় নি, সব ঠিকঠাক আছে। কোনো অসামঞ্জস্যতা তাদের চোখে ধরা পড়ছে না, যেন বিশ্বময় মোসলেম মার খাবে, চিৎকার কোরে কাঁদবে, তাদের পিতার সামনে মেয়ে, ভাইয়ের সামনে বোন, সন্তানের সামনে মা ধর্ষিতা হবে, তাদের বাড়িঘর ভস্মীভূত হবে, তারা স্বদেশ থেকে উদ্বাস্তু হবে এটাই তাদের জন্য স্বাভাবিক।
এখন এই বোধহীন জাতির বোধ ফিরিয়ে আনার জন্য আল্লাহর মনোনীত একজন মহামানব এ যামানার এমাম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী এসেছেন। তিনি সর্বউপায়ে তাদেরকে আহ্বান কোরেছেন। আমরা তাঁর অনুসারীরা গত ১৯ বছর ধোরে অবিশ্রান্তভাবে আমাদের যতদূর সামর্থ্য আছে সবটুকু ঢেলে দিয়ে চেষ্টা কোরে যাচ্ছি এই কোর’আনধারী জনগোষ্ঠীকে যে, হে মোসলেম দাবিদার! তোমরা আসলে মোসলেম নও, তোমরা আসলে কাফের-মোশরেক। তোমাদের নামাজ রোজায় আল্লাহর কিছুই আসে যায় না, ওগুলো এখন তোমাদের জন্য বাধ্যতামূলকও নয়, ওগুলো কাফেরদের জন্য নয়, মো’মেনদের জন্য। তাই আগে তোমরা আল্লাহর তওহীদে ফিরে আসো, আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দাও, আগে ইসলামের ঘরে প্রবেশ করো তারপরে আমল করো। আমরা এই সবগুলি বিষয় কোর’আন-হাদীস থেকে যুক্তি ও প্রমাণ সহকারে তাদের সামনে বই-পত্রিকা, ডকুমেন্টারি ফিল্ম ইত্যাদির মাধ্যমে উপস্থাপন কোরে যাচ্ছি, আমাদের একটি কথাও আজ পর্যন্ত কেউ খণ্ডন কোরতে পারে নি, তবু তারা নির্বিকার। যে জাতির মধ্যে সামান্যতম আত্মসম্মানবোধ নেই, দাসত্বের পীড়া যাদের হৃদয়কে জীর্ণ করে না, কী কোরে তাদের দাসত্ব ঘুঁচবে? তাই শেষ আশ্রয় মহান আল্লাহ। তাঁর কাছেই আর্জি পেশ কোরি, হে আল্লাহ! তুমি তাদের বোধশক্তি ফিরিয়ে দাও। তাদের উপর থেকে তোমার লানত উঠিয়ে নাও।