জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশব্যাপী হেযবুত তওহীদের উদ্যোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে গত ০৭ আগস্ট ২০১৬ তারিখ সকাল ১১টায় জেলা সদরের পুলিশ লাইন মোড় থেকে জঙ্গিবাদবিরোধী একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে জেলা প্রেসকøাবের সামনে এসে সমবেত হয়। সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের আমীর মসীহ উর রহমান, দৈনিক বজ্রশক্তির সম্পাদক ও প্রকাশক এস.এম সামসুল হুদা, হেযবুত তওহীদের ফরিদপুর ও বরিশাল বিভাগীয় আমীর ডা: মাহবুব আলম মাহফুজ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: জাসু শেখ, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর আলী মোল্লা প্রমুখ। এছাড়া গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী।
হেজবুত তওহীদের গোপালগঞ্জ জেলা শাখার আমীর আরিফ মো: আলী আহসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের আমীর মসীহ উর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, একের পর এক জঙ্গি-হামলার ঘটনা ঘটেই চলেছে আমাদের দেশে। আর এ সবই করা হচ্ছে ইসলামের নামে। এর ফলে ইসলামবিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে, ইসলামের বদনাম হচ্ছে। তাছাড়া এই জঙ্গি ইস্যুতেই ধ্বংস করা হয়েছে একটার পর একটা মুসলিম দেশ। সাম্রাজ্যবাদীরা কেবল একটা ইস্যু চায়। তাই দুঃখের সাথে বলতে হচ্ছে- আজকে একই সাথে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় ধর্ম ইসলাম ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
এসময় উপস্থিত অন্যান্যরা জঙ্গিবাদের বিরুদ্ধে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য হেযবুত তওহীদকে ধন্যবাদ জানান। তারা জঙ্গিবাদবিরোধী এই কার্যক্রমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান চলাকালে বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বানে তারা দু’হাত তুলে একাত্মতা ঘোষণা করেন।