সাদুল্ল্যাপুর প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলায় দৈনিক দেশেরপত্র ও দৈনিক বজ্রশক্তির উদ্যোগে “সকল ধর্মের মর্মকথা: সবার ঊর্ধ্বে মানবতা” শীর্ষক এক সর্বধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকাল ৩.০০ টায় সাদুল্ল্যাপুর ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সকল প্রকার ধর্মব্যবসা, সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ম নিয়ে অপরাজনীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জনাব সৈয়দ এস আলম হীরু।
সম্মেলনে দৈনিক দেশেরপত্রের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ আমিরুল এসলাম বলেন, ‘আমরা যামানার এমামের অনুসারী হেযবুত তওহীদের সদস্যরা নিঃস্বার্থভাবে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় নেই, কিংবা অর্থনৈতিক স্বার্থও নেই। আমরা শুধুমাত্র মানবজীবনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আত্মনিয়োগ করেছি।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, তারা জাতির কলম সৈনিক। কাজেই সভ্যতার এই ক্রান্তিলগ্নে এসে তাদেরকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। মানুষের ঐক্য প্রতিষ্ঠায় তাদের দায়িত্ব অন্য সকলের চেয়ে বেশি।
সর্বধর্মীয় এই সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন দৈনিক দেশেরপত্রের রংপুর জেলা প্রতিনিধি মোঃ আঃ কুদ্দুস শামীম। তিনি বলেন, আজকে আমরা যেভাবে এখানে একত্রিত হয়েছি ঠিক সেইভাবে পুরো জাতিটাকে একত্রিত করতে হবে। তিনি বর্তমান মানবসমাজের চিত্র তুলে ধরে বলেন, আজকে এই অন্যায়, অবিচার, যুদ্ধ, হানাহানি, রক্তপাত, হিংসা-বিদ্বেষ অর্থাৎ অশান্তি সৃষ্টি হয়েছে এর মূল কারণ হলো আমাদের মধ্যে ঐক্য নেই। আমরা আমাদের নিজ নিজ স্বার্থ হাসিল করতে গিয়ে অহরহ একে অপরের ক্ষতি সাধন করছি। ফলে সমাজ ক্রমেই অস্থিতিশীল হয়ে পড়ছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সর্বপ্রথম আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, ‘কেউ যদি মনে করেন- আমি তো ব্যক্তিগতভাবে ভালোই আছি, তবে আমি বলব- সে কোনো মানুষই নয়। কারণ, মানুষ কোনোদিন মানুষের দুঃখ, দুর্দশা দেখেও ভালো থাকতে পারে না। প্রত্যেক বস্তুর যেমন নিজস্ব ধর্ম থাকে, মানুষেরও তেমনি নিজস্ব ধর্ম আছে। যেমন আগুনের ধর্ম হচ্ছে সে পোড়াবে, তাপ দেবে, তার লেলিহান শিখায় সব ছাই হয়ে যাবে। আগুন যদি তার এ ধর্ম হারিয়ে ফেলে তবে তাকে আর আগুন বলা যাবে না। ঠিক তেমনিভাবে মানুষের ধর্ম হল মানবতা, মানুষ হিসেবে অন্য মানুষের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা। এই অনুভূতি যদি একজন মানুষের না থাকে তবে সে আর মানুষ থাকে না, সে হয় মানুষরূপী পশু, ধর্মহীন। আমরা ধর্মহীন হতে চাই না, আমরা স্রষ্টার এবাদত করতে চাই। তাই আমাদেরকে এ কথা মনে রাখতে হবে যে, মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য, শান্তির জন্য কাজ করাই হলো একজন মানুষের প্রকৃত এবাদত; মানবতা ধারণকারী ব্যক্তিই প্রকৃত ধার্মিক। আমরা প্রকৃত ধার্মিক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে চাই। হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী সমস্ত মানবজাতিকে অন্যায়ের বিরুদ্ধে, অনৈক্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করেছেন। আমরা তাঁর অনুসারীরা আমাদের জীবন ও সম্পদ কোরবানি করে সকল ধর্মের মানুষকে সেই ঐক্যের মন্ত্রে দীক্ষিত করার চেষ্টা করছি।’
এক শ্রেণির ধর্মব্যবসায়ীর অপপ্রচার সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে এক শ্রেণির ধর্মব্যবসায়ী অবিশ্রান্ত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সে সম্পর্কে প্রত্যেককে সাবধান হতে হবে। আপনাদের প্রতি আমাদের একটাই অনুরোধ- আপনারা সবকিছু যাচাই করুন। আমাদের সমস্ত কর্মকাণ্ড প্রকাশ্য, কাজেই আমাদের সম্পর্কে জানতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। কারও মিথ্যা প্রচারণায় প্ররোচিত না হয়ে আমাদের পত্রিকা, বই-পুস্তক ইত্যাদি পড়–ন, ডকুমেন্টারি সিডি দেখুন। সেখানে সবকিছু পরিষ্কারভাবে তুলে ধরা আছে। এরপরও যদি আমাদের কোনো কথা আপনার অপছন্দ হয় তাহলে আমাদেরকে জানান, আমরা অবশ্যই তা বিবেচনা করব। কিন্তু না পড়ে, না জেনে, না বুঝে স্বার্থবাদীদের দ্বারা প্রতারিত হবেন না।’
অনুষ্ঠানের এক পর্যায়ে ‘সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা’ শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দেশেরপত্রের বিশেষ প্রতিনিধি মোঃ আরিফুল এসলাম।