এস.এম মাহফুজ-উর রহমান,কুষ্টিয়া:
গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার দৌলতপুরে দৈনিক দেশেরপত্রের উদ্যোগে “এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশেরপত্রের কুষ্টিয়া অঞ্চলের ব্যুরো প্রধান রানা সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশেরপত্রের উপদেষ্টা মসীহ উর রহমান, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, ভাইস চেয়ারম্যান মইন উদ্দিন মহন, মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত কবির জলি, দৌলতপুর থানা আওয়ামী লীগের আহ্বায়ক এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন, আদাবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন, আ’লীগ নেতা প্রফেসর সাদিকুজ্জামান সুমন, দেশেরপত্রের সহ-সম্পাদক মাহবুব আলী, সার্কুলেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মো. রেজাউল হক চৌধুরী বলেন, “দৈনিক দেশেরপত্র তাদের ‘ধর্মব্যবসা এবং ধর্ম নিয়ে অপ-রাজনীতির ইতিবৃত্ত’ নামক প্রামাণ্যচিত্রের মাধ্যমে ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করেছে। এই প্রামাণ্যচিত্রের মাধ্যমেই আমরা জেনেছি জাতিকে এই সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে মুক্ত করার উপায় দেশেরপত্রের কাছে আছে।” ধর্মব্যবসায়ীর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সারা দেশব্যাপী দেশেরপত্রের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, “দেশেরপত্র এভাবে সারাদেশে তাদের কার্যক্রম বজায় রাখলে আমরা সবাই মিলে অবশ্যই ধর্মব্যবসায়ীদের প্রতিহত করতে পারব।” তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে দেশেরপত্রের উপদেষ্টা মসীহ উর রহমান বলেন, “দেশেরপত্রের স্লোগানই হচ্ছে মানবতার কল্যাণে সত্যের প্রকাশ। যা সত্য আমরা তাই মানুষের সামনে তুলে ধরি।” তিনি বলেন, “আমাদের প্রাণপ্রিয় এমাম, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর কাছ থেকে আমরা সঠিক পথের সন্ধান লাভ করেছি। তিনি মানুষের কল্যাণে সারাটা জীবন অতিবাহিত করেছেন। কখনো ওয়াদা ভঙ্গ, বিশ্বাস ভঙ্গ, মিথ্যা বলা আমরা তাঁর পবিত্র জীবনীতে দেখিনি। একাজে তিনি সারা জীবনের অর্জিত ও উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সমস্ত সম্পদ ব্যয় করে গেছেন। আমরা তাঁর কাছ থেকে শিক্ষা নিয়ে এই আদর্শকে প্রতিষ্ঠার জন্য দৈনিক দেশেরপত্র প্রকাশ করে যাচ্ছি।”উপজেলা চেয়ারম্যান মোঃ ফিরোজ আল মামুন বলেন, “দৈনিক দেশেরপত্র যে মহান উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই। ধর্মব্যবসায়ীরা ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করছে, ধর্মীয় বিভেদ সৃষ্টি করছে, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মাধ্যমে এদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।” তিনি সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে ধর্মব্যবসায়ীদের বিতাড়িত করার আহ্বান জানান। থানা আওয়ামী লীগের আহ্বায়ক এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন বলেন, “দৈনিক দেশেরপত্র জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে কাজ করছে, এটা আমাদেরই কাজ। তাই আমরা দেশেরপত্রের সাথে ঐক্যমত পোষণ করছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ধর্মব্যবসায়ীদের মুখোশ অবশ্যই উন্মোচন করতে পারব। দেশেরপত্রের মাধ্যমে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরকে পরিবর্তন করব ইনশাল্লাহ্।”