কত কিছু দেখতে পেলুম এই ধরাতে এসে,
হরেক রকম মানুষ দেখি হরেক রকম বেশে।
বেশ ভুষাতে সাধু সেজে করছে কেহ বড়াই,
কেউবা আবার নেতার বেশে করছে মানুষ জবাই।
আশেক সেজে খাজার টানে গাইছে কেহ শান,
পূজার ছলে কেউ বা আবার বাজায় ডি জে গান।
কারো মুখে মিষ্টি ভাষা আত্মা ভরা বিষ,
পরের ভালো দেখলে কেহ করে যে ফিস ফিস।
বেশ ধরেছে কতক জনে দিতে জ্ঞানের দীক্ষা,
সুস্থ সবল মানুষ হয়েও করছে তারাই ভিক্ষা।
কত কিছু দেখতে বাকি আল্লাহ তা’আলা জানে,
কেনই বা এই ধরায় এলুম বুঝি না তার মানে।