পবিত্র আশুরা সম্পর্কে বিদ্রোহী কবির লেখা একটি অসামান্য প্রবন্ধ
মহররম ফিরে এসেছে আজ সেই মোর্হরম – সেই নিখিল-মুসলিমের ক্রন্দন-কাৎরানির দিন। কিন্তু সত্য ক’রে আজ কে কেঁদেছে বলতে পার হে মুসলিম? আজ তোমার চোখে অশ্রু নাই। আজ ক্রন্দন-স্মৃতি তোমার উৎসবে পরিণত। তোমার অশ্রু আজ ভণ্ডামি, ক্রন্দন আজ কৃত্রিম কর্কশ চিৎকার। “হায় হাসান, হায় হোসেন!” ব’লে মিথ্যা বীভৎস চিৎকার ক’রে আর মা ফাতেমার পুত্র-শোকাতুর আত্মাকে পীড়িত […]