হেযবুত তওহীদের নাটোর ও পাবনা জেলার কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মী সম্মেলন। গত ২৩ নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় দপ্তর সমন্বয়কারী মো. তসলিম উদ্দিন, নাটোর জেলা আমির মো. সাকিব আহমেদ ও পাবনা জেলা আমির মো. সেলিম শেখ। সকাল দশটায় কোর’আন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশেষ অতিথিগণ শুভেচ্ছা বক্তব্য প্রদান করার পর প্রধান অতিথির বক্তব্য শুরু হয়। হেযবুত তওহীদের মাননীয় এমাম তাঁর বক্তব্যে প্রকৃত ইসলামের রূপরেখা তুলে ধরেন এবং বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক সঙ্কট মোকাবেলায় ইসলামের কার্যকারিতা তুলে ধরেন। তাঁর বক্তব্য শুনে ৩৩ জন নতুন সদস্য হেযবুত তওহীদে যোগদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় দপ্তর সমন্বয়কারী মো. শাহারুল ইসলাম।
© Yil Dirim Media, 2022 All Rights Reserved.