কুষ্টিয়ার ভেড়ামারায় হেযবুত তওহীদের মেহেরপুর জেলার কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর ২০২২ তারিখে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা (২) বিভাগীয় আমির মো. মোতালিব খান, মেহেরপুর জেলা আমির মো. শরিফুল ইসলাম ও সহ-সভাপতি মো. রাকীব হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি চলমান জাতীয় ও আন্তর্জাতিক সঙ্কট মোকাবেলায় হেযবুত তওহীদের সদস্যদেরকে প্রস্তুতি গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। হেযবুত তওহীদের গৃহীত কৃষি, শিক্ষা, শিল্প ও স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো সফল করার জন্য কর্মীদের নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনব্যাপী প্রোগ্রামটি কোর’আন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে বক্তব্য, খাবার গ্রহণ, প্রশ্নোত্তর, নতুন সদস্য যোগদান ও ফটোসেশনের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় দপ্তর সমন্বয়কারী মো. শাহারুল ইসলাম। অনুষ্ঠানে মাননীয় এমামের বক্তব্য শুনে ৩৮ জন নতুন সদস্য আন্দোলনের অঙ্গীকারপত্র পূরণ করে যোগদান করেন।
Recent Posts
- আমির সম্মেলন-২০২৪: রাষ্ট্র সংস্কারে হেযবুত তওহীদের প্রস্তাবনা পেশ
- গাইবান্ধায় হেযবুত তওহীদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
- চলমান সিস্টেম পাল্টে আল্লাহর সিস্টেমে প্রত্যাবর্তন করতে হবে: কুষ্টিয়ায় হোসাইন মোহাম্মদ সেলিম
- হেযবুত তওহীদের উপর উগ্রপন্থীদের হামলা-হুমকির প্রতিবাদে কোলকাতায় মানববন্ধন
- সিস্টেমের সংস্কার নয়, দরকার আমূল পরিবর্তন : হোসাইন মোহাম্মদ সেলিম