হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

রাজধানীতে হেযবুত তওহীদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে হেযবুত তওহীদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ রমজান শুক্রবার (২১ মার্চ) ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-তে এই অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদের ঢাকা মহানগর শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান বিশ্বে মুসলমানদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। বিশেষভাবে তিনি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অব্যাহত হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করেন।

এছাড়াও বর্তমান বাংলাদেশসহ সারাবিশ্বে চলমান অপরাধ বৃদ্ধি, ধর্ষণ, খুন, নির্যাতনসহ বিভিন্ন অন্যায়ের চিত্র তুলে ধরেন ইমাম সেলিম। তিনি বিশ্বজুড়ে মুসলমানদের উপর নির্যাতন ও অপরাধ বৃদ্ধির জন্য বর্তমান সিস্টেম বা জীবনব্যবস্থাকে দায়ী করেন। তিনি বলেন, “রাজনীতির নামে যা কিছু চর্চা করছি, তা একটি ভুল সিস্টেম, ভুল ব্যবস্থা। আল্লাহ আমাদেরকে এই রাজনীতি করার নির্দেশ দেননি, আল্লাহর রসুলও আমাদের এটি শেখাননি। পশ্চিমা বিশ্ব আমাদের উপর এটি চাপিয়ে দিয়েছে।”

তিনি আরও বলেন, “পশ্চিমাদের শেখানো এই অপরাজনীতি ও ধাপ্পাবাজির মাধ্যমে আমাদের সমাজে সরল মানুষ ধূর্ত হয়ে যাচ্ছে, ভদ্র ঘরের ছেলেরা সন্ত্রাসীর খাতায় নাম লেখাচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে। শিক্ষিতরা দুর্নীতিবাজ হয়ে উঠছে, এবং যারা ভালো থাকতে চায়, তারা খারাপের ভিড়ে হারিয়ে যাচ্ছে।”

হোসাইন মোহাম্মদ সেলিম উল্লেখ করেন, শুধু রাজনীতি নয়, প্রশাসন ও বিচার বিভাগসহ অন্যান্য ক্ষেত্রগুলো এখনও ব্রিটিশ ঔপনিবেশিক কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। এ কারণে কাঠামোগত সংস্কার করলেই লাভ হবে না, এই ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্পাদক রুফায়দাহ পন্নী, তথ্য সম্পাদক এসএম সামসুল হুদা, ঢাকা বিভাগীয় সহ-সভাপতি আল আমিন সবুজ, মিরপুর থানা সভাপতি আব্দুল হক বাবুল প্রমুখ। অনুষ্ঠানের এক পর্যায়ে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর নিয়মিত শিল্পীরা গজল পরিবেশন করেন।

সার্চ করুন

যুক্ত হোন আমাদের ফেসবুক পেজের সাথে...