হেযবুত তওহীদের খুলনা বিভাগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
হেযবুত তওহীদের খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলার কর্মীদের নিয়ে বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা (১) বিভাগীয় আমির মো. সামসুজ্জামান মিলন, খুলনা (২) বিভাগীয় আমির মো. মোতালেব খান, চুয়াডাঙ্গা জেলা আমির মো. জসেব উদ্দিন, ঝিনাইদহ জেলা আমির মো. আজমল হোসেন, মাগুরা জেলা আমির মো. শামিম আশরাফ, যশোর জেলা আমির মো. জহির রহমান, খুলনা জেলা আমির মো. আমিন হোসাইন ও সাতক্ষীরা জেলা আমির মো. নুর আলম।
সকাল ১১টায় কোর’আন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশেষ অতিথিগণ শুভেচ্ছা বক্তব্য প্রদান করার পর প্রধান অতিথির বক্তব্য শুরু হয়। হেযবুত তওহীদের মাননীয় এমাম তাঁর বক্তব্যে প্রকৃত ইসলামের রূপরেখা তুলে ধরেন এবং বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক সঙ্কট মোকাবেলায় ইসলামের কার্যকারিতা তুলে ধরেন। তাঁর বক্তব্য শুনে ৩০ জন নতুন সদস্য হেযবুত তওহীদে যোগদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় দপ্তর সমন্বয়কারী মো. শাহারুল ইসলাম।
© Yil Dirim Media, 2022 All Rights Reserved.