পৃথিবীতে আগত নবী-রসুলগণ স্রষ্টাকে হুকুমদাতা হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু কালের বিবর্তনে তাঁদের শিক্ষা বিকৃত হয়ে পৃথিবীতে বহু ধর্মমতের সৃষ্টি হয়েছে। পশিমারা Divide and Rule নীতি প্রয়োগ করে উপমহাদেশে হিন্দু-মুসলিমদের ও মধ্যপ্রাচ্যে ইহুদি-মুসলিমদের মধ্যে শত্রুতা সৃষ্টি করেছে। এমতাবস্থায় সকলেই যে এক স্রষ্টার সৃষ্টি, আদম-হাওয়ার সন্তান, সকল ধর্মের মূল শিক্ষা মানবতা, এই বার্তা জানিয়ে সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে দেশব্যাপী সহস্রাধিক সভা-সেমিনার করেছে হেযবুত তওহীদ। এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সর্বধর্মীয় সম্প্রীতির লক্ষ্যে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে হেযবুত তওহীদ। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, এন. রানা দাশগুপ্ত, অধ্যাপক ড. ফারজিন হুদাসগ বিশিষ্টজনদের বক্তব্যের চুম্বক অংশ, অন্যান্য ধর্মের সাথে ইসলামের বিশ্বসগত মিল, উগ্রবাদ মোকাবেলার পথ, হেযবুত তওহীদের আদর্শিক প্রবন্ধ, বঙ্গবন্ধু-নজরুলের চেতনা তুলে ধরা হয়েছে ম্যাগাজিনটিতে।