হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

কেন্দ্রীয় সম্মেলন স্মারক ২০২২

বিষয়বস্তু

২১ অক্টোবর ২০২২ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় হেযবুত তওহীদের কেন্দ্রীয় আমির সম্মেলন। সম্মেলনটি ছিল সবদিক দিয়েই বিশেষ তাৎপর্যপূর্ণ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে অস্থিরতা, ক্রমাগত অর্থনৈতিক মন্দার প্রভাবে দুর্ভিক্ষের আশঙ্কা, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক দ্বন্দ্বের এমন এক সঙ্কটময় পরিস্থিতিতে হেযবুত তওহীদের করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। রাজধানীর গেণ্ডারিয়ায় ‘মেয়র সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে’ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আসা জেলা-উপজেলা পর্যায়ের আমির, নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্য, অতিথি ও শুভাকাঙ্ক্ষীগণ এতে অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘আসন্ন দুর্ভিক্ষ ও রাজনৈতিক সঙ্কট মোকাবেলায় করণীয়’।