হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত
pak-bharot-war

পাক-ভারত যুদ্ধ কি অবশ্যম্ভাবি?

বিষয়বস্তু

ঘরের পাশে যুদ্ধের দামামা বাজছে, এতে যে আমরাও ক্ষতিগ্রস্ত হতে পারি সে চিন্তা কারোর মধ্যে নেই। প্রদর্শনের এই যুগে ধর্ম, মানবতা আর দেশপ্রেমটাও প্রদর্শনীর সামগ্রী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যখন বান্তবসঙ্কট উপস্থিত হয়, তখন প্রদর্শনমূলক মানবতা আর দেশপ্রেম দিয়ে জাতিরক্ষা হয় না। তখন লাগে সত্যিকারের জাতীয় ঐক্য। সবাই মিলে জাতির স্বাধীনতা, জাতির অস্তিত্ব রক্ষার জন্য এক হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করতে হয়।