সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপ-রাজনীতিসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায় ও সত্যের পক্ষে দেশের জনগণকে সচেতন করার লক্ষ্যে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদ। এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি ২০১৮ তারিখে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সাহেরচর উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
‘ধর্মের অপব্যবহার প্রগতির অন্তরায়’ শীর্ষক এ আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাদেক। বিশেষ অতিথি ছিলেন অলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমীন ভূঁইয়া মাসুদ, ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি আলী হোসেন, সাহের চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শৈলেসচন্দ্র বিশ্বাস, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী হরিদাস বিশ্বাস, রাধানগর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল হক, বেলাবো উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মাহে আলম কাজী।