গত ১১ আগষ্ট ২০১৬ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে হেযবুত তওহীদের উদ্যোগে এক জঙ্গিবাদবিরোধী সর্বধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গার সাংগঠনিক সম্পাদক শ্রী দেবেন্দ্রনাথ দোবে, জেহালা ইউনিয়ন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা আওয়ামী লীগের আহ্বায়ক খাইরুল ইসলাম, হেযবুত তওহীদের সাহিত্য সম্পাদক মো. রিয়াদুল হাসান, হেযবুত তওহীদ রাজশাহী আঞ্চলিক আমীর মুনিরুজ্জামান, হেযবুত তওহীদ খুলন আঞ্চলিক আমীর শেখ মনিরুল ইসলাম, মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক শ্রী শংকর কুমার পাত্র প্রমুখ।
প্রধান বক্তা হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সরকার অনেক সভা সেমিনার করছেন। কিন্তু শত শত বছর ধরে হিন্দু-মুসলমানের হৃদয়ের মধ্যে যে দেওয়াল সৃষ্টি হয়েছে, সেই দেওয়াল ভাঙবেন কী দিয়ে? সকল ধর্মের মানুষকে একটি মূল সত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। সেটা হচ্ছে, আমরা সবাই এক স্রষ্টার সৃষ্টি, এক বাবা-মায়ের সন্তান। আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবো, সত্যকে ধারণ করব। তাহলে আমাদের নাম বাবু শংকর হোক কিংবা নুরুল ইসলাম হোক আমরা হবো প্রকৃত ধার্মিক।