গত ২৮ জুলাই ২০১৬ তারিখে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বালিয়াঘাটে হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সুধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৫টার সময় বামন্দী-নিশিপুর জামে মসজিদ হতে র্যালিটি বের হয়ে, নিশিপুর, বালিয়াঘাট, নতুন বজ্রপুর হয়ে মসজিদে গিয়ে শেষ হয়। বালিয়াঘাট ফুটানী বাজারে সমাবেশের আয়োজন করা হয়। হেযবুত তওহীদের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আমির সাহারুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর-মুজিবনগর আমির শরিফুল ইসলাম ও সাহারুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদ নির্মূলে প্রত্যকে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষা প্রত্যেকটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। ১৬ কোটি বাঙ্গালীকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন, জঙ্গিবাদ কোন ধর্মই সর্মথন করে না, জঙ্গিবাদ কোন ধর্মের শিক্ষা হতে পারে না। কতিপয় স্বার্থান্বেসী নামধারী আলেম, ধর্মব্যবসায়ী মোল্লা শ্রেণি ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের কোমলমতি শিক্ষার্থীদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ ২১ বছর ধরে হেযবুত তওহীদ ধর্মের প্রকৃত শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরেছেন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদ বিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বক্তারা।