২৭ এপ্রিল ২০১৪ বাগেরহাটে দৈনিক দেশেরপত্রের জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (প্রথম সারিতে বাম থেকে) দেশেরপত্রের সহ-সম্পাদক মো: সাইফুর রহমান, উপদেষ্টা মসীহ উর রহমান, অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডা: মো: মোজাম্মেল হোসেন, বাগেরহাট সদর উপজেদলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মাসুদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন, (দ্বিতীয় সারিতে) বাগেরহাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: রেজোয়ানুল ইসলাম, বাগেরহাট পৌর কাউন্সিলর মিসেস তানিয়া সুলতানা ও পৌর কাউন্সিলর মিসেস সালেহা বেগম।
বাগেরহাটের সড়ক ও জনপদ রোড পশ্চিম বাসাবাটিতে কার্যালয়টির উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সাংসদ আলহাজ্ব ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন এম.পি। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক মসীহ উর রহমান তার বক্তব্যে বলেন, ‘দৈনিক দেশেরপত্র একজন মহামানবের আদর্শকে ধারণ করে এগিয়ে চলেছে। তিনি হচ্ছেন যামানার এমাম, এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী, যিনি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান। ঐতিহ্যবাহী এই পরিবারের অনেক কৃতি সন্তানই এই দেশের সমাজ ও সভ্যতার বিনির্মাণ ও উন্নয়ন সাধনে ব্যাপক ভূমিকা রেখেছেন। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, শিক্ষা,রাজনীতি, সাহিত্য এমন কোন অঙ্গন নেই যেখানে এই ঐতিহ্যবাহী পরিবারের অবদান নেই।