এস.এম. মাহফুজুর রহমান:
গতকাল বিকেলে কুষ্টিয়া জেলা পরিষদ হলরুমে দৈনিক দেশেরপত্রের উদ্যোগে ‘ধর্মব্যবসা, সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ম নিয়ে অপ-রাজনীতির বিরুদ্ধে এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। দেশেরপত্রের বিশেষ প্রতিনিধি রোখসানা আলম মিতুর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাছরিন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, দৈনিক দেশেরপত্রের উপদেষ্টা উম্মুত তিজান মাখমুদা পন্নী ও বিশেষ প্রতিনিধি সুলতানা রাজিয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী তার বক্তব্যে বলেন, ‘ধর্মব্যবসায়ীদের থাবা থেকে এদেশকে রক্ষা করতে হলে দেশেরপত্র যে উদ্যোগ নিয়েছে তার সাথে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সহযোগিতা পেলে তাদের এই মহান উদ্যোগ অবশ্যই সফল হবে।’ তিনি বলেন, ‘আমি এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ দৈনিক দেশেরপত্রের সাথে আছি। ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করে এ দেশ থেকে চিরদিনের মত তাদের বিতারিত করতে হবে। তারা ধর্মের দোহাই দিয়ে আজ নারী সমাজের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে। জাতি যখন মহাসংকটে নিপতিত তখন হারাম-হালালের ফতোয়া দিয়ে, আস্তিক-নাস্তিকের প্রলাপ বকে ব্যবসা ও অপরাজনীতি করে বেড়াচ্ছে। লেবাসধারী এই ধর্মব্যবসায়ীরাই বোমা মেরে মানুষ হত্যা করে রাজনীতির নামে অপরাজনীতি করে চলেছে। আমরা তাদেরকে ঘৃণা করি।’ উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন আপনারা সবাই মিলে ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তিনি আরো বলেন, ‘আসুন, জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী যে দর্শন ও আদর্শ নিয়ে আজীবন কাজ করেছে, তার সেই আদর্শে উজ্জীবিত হয়ে এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।’