হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

পাবনায় হেযবুত তওহীদ সদস্যদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

পাবনায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হেযবুত তওহীদের সদস্যদের উপর নৃশংসভাবে হামলার ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে পাবনা জেলা হেযবুত তওহীদ। সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪ টায় ক্যাফে পাবনা হলরুমে এ সংবাদ সম্মেলন ও পরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা জেলা হেযবুত তওহীদের সভাপতি মাহাতাব উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত রোববার রাতে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুর এলাকায় মৃত আজিজুলের ছেলে মুন্না প্রামানিকের নেতৃত্বে আনুমানিক ৩০-৪০ জনের একটি সন্ত্রাসীবাহিনী বন্দুক, চাপাতি, চাইনিজ কুড়াল, রড এবং অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হেযবুত তওহীদের সদস্যদের উপর নৃশংস হামলা চালায়। এসময় এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে অন্তত ১০ সদস্যকে আহত করে তারা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বক্তারা অভিযোগ করে বলেন, এর আগে ২০২২ সালের ২৩ আগস্ট চরঘোষপুরে হেযবুত তওহীদের স্থানীয় কার্যালয়ে এই উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীটি অতর্কিত হামলা চালিয়েছিল। ওই হামলায় সুজন মণ্ডল নামে একজন সদস্য নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা হলেও বিগত সরকারের সময় মামলাটিকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করার ফলে আসামিরা সহজেই জামিনে বেড়িয়ে আসে। এরপর থেকে গত দেড় বছর ধরে মামলার বাদি সেলিম শেখ ও শহীদ সুজন মন্ডলের পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকে। মামলা না তুললে তারা হামলা ও হত্যার হুমকিও দিয়ে আসছিল।

বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয়ে লালিত এই আসামিরা গত ৫ আগস্টের পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে মামলার বাদী সেলিম শেখের বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায়। সম্প্রতি তারা আবারও হুমকি-ধামকি দিচ্ছিল। তারা আবারও হামলা করতে পারে এই আশঙ্কায় হেযবুত তওহীদ নেতৃবৃন্দ সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নি। অতঃপর গতকাল রোববার রাতে তারা আবারো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের খুলনা অঞ্চলের আঞ্চলিক সভাপতি শামসুজ্জামান মিলন, পাবনা জেলা হেযবুত তওহীদের সাবেক সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে পাবনা প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন করে নেতাকর্মীরা। তারা এই ঘটনায় প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা, দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা।

সার্চ করুন

যুক্ত হোন আমাদের ফেসবুক পেজের সাথে...