হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

হেযবুত তওহীদের উপর হামলাকারীদের ক্ষমা প্রার্থনা ও মুচলেকা প্রদানের ছবি।

বিগত তিন দশক ধরে হেযবুত তওহীদ ধর্মের নামে চলা সকল অন্যায়ের বিরুদ্ধে ইসলামের সঠিক আদর্শ মানুষের সামনে তুলে ধরছে। আমাদের এই কার্যক্রম পরিচালনার অধিকার বাংলাদেশ সংবিধান ও জাতিসংঘের মানবাধিকার সনদ দ্বারা স্বীকৃত। কিন্তু যে শ্রেণিটি ধর্মকে তাদের ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ হাসিলের হাতিয়ার হিসাবে ব্যবহার করে থাকে তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার, বিরোধিতা ও সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। সারাদেশে যেখানেই আমাদের সদস্যরা প্রচাকার্যে গিয়েছে, সেখানেই তাদেরকে এই গোষ্ঠীটির বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। শত শতবার তাদের উপর হামলা চালানো হয়েছে, আহত ও রক্তাক্ত করা হয়েছে। এসব হামলা থেকে রেহাই পায় নি হেযবুত তওহীদের নারী সদস্যরাও।

 

হেযবুত তওহীদ আইন মান্যকারী একটি সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত হেযবুত তওহীদের কোনো কার্যক্রমে আইন লঙ্ঘন করার একটি নজিরও নেই। তাই আমরা এসব হামলার মোকাবেলায় আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের দ্বারস্থ হয়েছি। তখন অধিকাংশ ক্ষেত্রে হামলাকারীরা তাদের ভুল স্বীকার করে নিয়েছে, ক্ষমা প্রার্থনা করেছে। প্রশাসন বা জন-প্রতিনিধিদের মধ্যস্থতায় ও অনুরোধে মানবিক দিক বিবেচনায় আক্রান্ত সদস্য-সদস্যারা হামলাকারীদেরকে ক্ষমা করেছেন। এক্ষেত্রে তারা ভবিষ্যতে কখনও আর একই প্রকার অপরাধ করবে না বলে লিখিত মুচলেকা প্রদান করেছে। এমন কিছু ঘটনা তুলে ধরা হয়েছে নির্মিত অ্যালবামে।

 

সার্চ করুন

যুক্ত হোন আমাদের ফেসবুক পেজের সাথে...