হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত
Dunham Lecture Cover

যদি জাগে প্রাণ

বিষয়বস্তু

সাহিত্যে সময়ের প্রতিফলন ঘটে, সেটা সচেতনভাবে হোক বা অবচেতনে। সাহিত্য যদি সময়োপযোগী না হয় তাহলে সেটা পাঠক সমাজে সমাদৃত হয় না। মানুষের সমাজে সুসময় ও দুঃসময় পালাক্রমে আসে। সাহিত্যে সেই সময়ের ছায়া পড়ে। আর নিজের সময়টাকে লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার দায়বদ্ধতাও সাহিত্যিকের থাকে। এ বইটিতে যে লেখাগুলো
স্থান পেয়েছে সেগুলো চলমান সময় দ্বারা অনুপ্রাণিত।