হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্ট’২২ এর ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্ট’২২ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নোয়াখালী রয়েল স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলায় অংশগ্রহণ করে কররানী ফুড লি. বনাম আদিবা জেনারেল স্টোর। এদিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এসময় দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় খেলার মাঠ। দুই দলের খেলোয়াড়দের হাড্ডা-হাড্ডি লড়াইয়ে আদিবা জেনারেল স্টোর বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ সেলিম । প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের এমাম বলেন, সুস্থ বিনোদনের অভাবে তারুণ্য শক্তির বড় একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। ডিজিটাল ডিভাইস আসক্তিতে বুঁদ হয়ে যাচ্ছে। আসক্ত হচ্ছে অশ্লীলতায়, জড়িয়ে যাচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, অপরাজনীতিতে। তারুণ্য শক্তিকে, মাদক, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও অপরাজনীতি থেকে বাঁচাতে হলে সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, শারীরিক সুস্থতা, মানসিক স্থিরতা, আত্মিক পরিশুদ্ধতা ও জীবনের গতিশীলতার জন্য শারীরিক অনুশীলনমূলক খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা হৃদয়ে যেমন আনন্দ সৃষ্টি করে তেমনই শরীরে আনে সুস্থতা। শিশু-কিশোররা খেলাধুলার মাধ্যমে সামাজিকতা, নেতৃত্বের গুণাবলি শিক্ষা লাভ করে। খেলাধুলার যথাযথ আয়োজনের মাধ্যমে সমাজে ঐক্যচেতনা সৃষ্টি করা যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইলদ্রিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন, কররানি ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান রুফায়দা পন্নী, হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমীর নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক শাহেদুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক, বিপুলাশার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফুল, মহিউদ্দিনসহ প্রমুখ।

© Yil Dirim Media, 2022 All Rights Reserved.

সার্চ করুন

যুক্ত হোন আমাদের ফেসবুক পেজের সাথে...