কুষ্টিয়ায় হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত হলো জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ২৬ নভেম্বর ২০২২ ইং তারিখে খুলনা (২) বিভাগের কর্মী ও এলাকাবাসীদের নিয়ে এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা (২) বিভাগের আমির মো. মোতালিব খান, কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি সম্পাদক মো. শাহীন আলম, উপকমিটির সদস্য টি এইচ মোহন, কুষ্টিয়া জেলা আমির মো. আক্কাস আলী, খুলনা (২) বিভাগীয় নারী নেত্রী মোসা. জান্নাতুল ফেরদৌস মিম, বিভাগীয় দপ্তর সম্পাদক মো. শান্ত আলী ও ভেড়ামারা থানা আমির মো. আয়মান আহমেদ কামাল।
সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা চলতে থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে ইসলামের দৃষ্টিতে সঙ্গীত ও শিল্পকলা বিষয়ে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মাননীয় এমাম। তিনি সুস্থ ও সৃজনশীল জাতি গঠনে সঙ্গীত, শিল্পকলা ও খেলাধূলার অপরিহার্যতা ব্যক্ত করেন। এরপর সঙ্গীত পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি সম্পাদক মো. শাহীন আলম, উপকমিটির সদস্য টিএইচ মোহন, মেজবাহ মুন্সি, মো. ফারুক মোল্লা, মোসা: সুভা আক্তার শিলা প্রমুখ।
এরপর শুরু হয় খেলাধুলার পর্ব। এসময় মোরগ লড়াই, রশি টানাটানি, চোখ বেঁধে হাস ধরা, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, মিউজিক চেয়ার, মারবেল চামচ দৌড়, আলু দৌড়, অংক দৌড় ইত্যাদি খেলাধুলার আয়োজন করা হয়। খেলায় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এলাকার দূর দূরান্ত থেকে লোকজন খেলা উপভোগ করতে ছুটে আসেন। তারা হেযবুত তওহীদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় দপ্তর সমন্বয়কারী মো. শাহারুল ইসলাম।
© Yil Dirim Media, 2022 All Rights Reserved.