ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবনের ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক- সকল বিষয়েই মহান আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন। অর্থনীতি একটি জীবন ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। সেই অর্থনীতি সম্বন্ধেও আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন। তা হলো- ইসলামের অর্থনীতির ভিত্তি হলো সম্পদের দ্রুত থেকে দ্রুততর আবর্তন অর্থাৎ পুঁজিবাদের ঠিক উল্টো। যেখানে থাকবে না কোনো বৈষম্য, পুঁজিবাদ। কেউ টাকার পাহাড় গড়বে আর কেউ ঠিকমতো তিনবেলা খেতেই পারবে না- এমন অর্থনৈতিক পরিবেশ আল্লাহর অভিপ্রায় নয়। তাইতো তিনি দান-কে গুরুত্ব দিয়েছেন। দান হলো এমন একটি বিষয় যার মাধ্যমে সমাজে অর্থনৈতিক সামঞ্জস্য নিশ্চিত হয়। সমাজে অর্থনৈতিক ভারসাম্য বিদ্যমান রাখার অন্যতম মাধ্যম হলো দান। এ বিষয়েই এই পুস্তিকাটি রচিত।