মেহেরপুর সদর উপজেলার রুদ্রনগরে হেযবুত তওহীদ উদ্যোগে গতকাল বিকালে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি সুধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। গত ০৭ আগস্ট ২০১৬ তারিখ বিকেল সাড়ে ৫ টার সময় রুদ্রনগর উত্তরপাড়া হতে র্যালিটি বের হয়ে মসজিদপাড়া, স্কুলপাড়া, মাঠপাড়া এলাকা প্রদক্ষিণ করে মজিদপাড়াতে এসে শেষ হয়। র্যালি শেষে নিরপেক্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মেহেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মেহেরপুর-মুজিবনগর শাখার আমির শরিফুল ইসলাম, রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আক্তারুজ্জান ও সবুজ রানা।
সমাবেশে বক্তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ দেড় শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।