হেযবুত তওহীদের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত!
অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ইসলামের প্রকৃত শিক্ষা বিশ্বময় ছড়িয়ে দিতে ১৯৯৫ সালের এই দিনে উপমহাদেশের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি এমামুয্যামান মোহাম্মদ বায়াজীদ খান পন্নী টাঙ্গাইলের করটিয়ার দাউদমহলে এই আন্দোলন প্রতিষ্ঠা করেন। শরু হয় আন্দোলনটির সাংগঠনিকভাবে পথ চলা। লক্ষ্যকে সামনে রেখে হাঁটি হাঁটি পা পা করে নানা চড়াই উৎড়াই পেরিয়ে আজ ৩০ […]