ঢাকায় হেযবুত তওহীদের মহা সমাবেশ
উগ্রবাদ-সাম্প্রদায়িকতা-ধর্মব্যবসার বিরুদ্ধে গণজোয়ার
.
ঘড়িতে সকাল আটটা। ঢাকা ও এর আশোপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো নারী-পুরুষ মিলিত হয় রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানে। এসময় তাদের কণ্ঠস্বরে উচ্চারিত হয়, ‘ধর্মব্যবসার ঠিকানা বাংলাদেশে হবে না’, ‘উগ্রবাদের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে’, ‘আমরা সবাই ভাই-ভাই, ভেদাভেদ ভুলে যাই’। এসব স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে সমাবেশস্থলে দলে দলে সুশৃঙ্খলভাবে প্রবেশ করে তারা। গত শনিবার গুলিস্তানে কাজী বশির মিলনায়তন প্রাঙ্গণে হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় কর্মী সম্মেলনে গিয়ে এ চিত্র দেখা যায়।
রাজধানীর কাওরান বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সভাপতি ডা. মাহবুব আলম মাহবুব মাহফুজ, কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দা পন্নী, তথ্য বিষয়ক সম্পাদক এস এমন শামসুল হুদা, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রব্বানী, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম, প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান টিটু, ঢাকা মহানগর নারী বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম, তেজগাঁও জোন সভাপতি আলহামদ, মিরপুর জোন সভাপতি আব্দুল হক বাবুল, যাত্রাবাড়ী জোন সভাপতি অলিউল্লাহ খান, রমনা জোন সভাপতি রমজান আলী, লালবাগ জোন সভাপতি হাসিবুর রহমান শাওন, এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সভাপতি শহিদুল ইসলাম, গাজীপুর জেলা সভাপতি শাজাহান প্রধান, মানিকগঞ্জ জেলা সভাপতি মহিদুর রহমান, ঢাকা জেলা সভাপতি ইউনুস মিয়া, আশুলিয়া থানা সভাপতি জাকির হোসেন, সাভার থানা সভাপতি সোহেল তালুকদার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে গণমাধ্যমের সামনে আমাদের নিম্নলিখিত দাবি পেশ করা হয়েছে।