অর্থনীতির তালগোল, এক কাপ চা ১২০ রুপি!
শ্রীলঙ্কায় এক কাপ দুধ চায়ের দাম এখন ১২০ রুপি! এর আগে জিম্বাবুয়ে, ভেনিজুয়েলা ইত্যাদি দেশেও ভয়াবহ মুদ্রাস্ফীতির উদাহরণ দেখেছি। এখন ওই দেশগুলোর অবস্থা কী জানি না। এই যে হঠাৎ হঠাৎ একেকটা দেশের অর্থব্যবস্থা ধ্বসে পড়া, মুদ্রাস্ফীতি চরম মাত্রায় চলে যাওয়া- এটা কীভাবে ঘটে? কেন ঘটে? এমন তো না শ্রীলঙ্কার মানুষ হঠাৎ করে কাজকর্ম করা বাদ দিয়েছে তাই অর্থনীতি ধ্বসে পড়েছে! জনগণ আগের মতোই কাজ করছে, আগে যে জমিতে যত মন ফসল ফলত এখনও তা-ই ফলছে, আগে যেই কাজের যত টাকা মজুরি পাওয়া যেত এখনও তা-ই পাওয়া যাচ্ছে, শুধু বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে দেখা যাচ্ছে দাম ২০গুণ বেড়ে গেছে। এ কেমন অদ্ভূতুড়ে কাণ্ড!