অশ্লীল কথা ও অশালীন আচরণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে
মানুষ যখন ভুল পথে পরিচালিত হয়, ভুল জীবনব্যবস্থা মেনে জীবনযাপন করে, তখন মানুষের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সকল অঙ্গনে যেমন বিশৃঙ্খলা গোলোযোগ শুরু হয়, তেমনি মানুষের মনোজগতে, মস্তিষ্কেও অসুস্থতা, ভারসাম্যহীনতা তৈরি হয়। সেই অসুস্থ মননের প্রতিফলন ঘটে মানুষের দৈনন্দিন কাজ-কর্ম, আচার, ব্যবহার ও কথাবার্তায়। এই বিকারগ্রস্ততা গ্রামের নিভৃত পল্লী থেকে শুরু করে জাতীয় অঙ্গন পর্যন্ত বিস্তার লাভ করে।