নোয়াখালীর সোনাইমুড়ীতে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত
নোয়াখালীর সোনাইমুড়ীতে গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হেযবুত তওহীদের মাননীয় এমামের নিজ বাসভবনের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘অপপ্রচার ও গুজব সৃষ্টি করে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও ও লুটপাটের বিরুদ্ধে গণমাধ্যমকে অবহিতকরণ’ প্রসঙ্গে এই ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।