হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

আমরা কেন আল্লাহর হুকুম মানব

রাকীব আল হাসান: প্রথমেই বলে নেই যে, আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী অর্থাৎ নাস্তিকদের এই আলোচনা থেকে বাইরে রাখছি। কারণ সৃষ্টি আছে, নিখুঁত সৃষ্টি আছে কিন্তু তার স্রষ্টা নেই এমন কথায় বিশ্বাসী নিরেট, স্থূল, জড়বুদ্ধিদের কাছে আমার কোনো বক্তব্য নেই। বাবা-মা সন্তানকে এমনভাবে ভালোবাসে যা পরিমাপ করার মতো কোনো যন্ত্র পৃথিবীতে নেই। তাদের স্বপ্ন, চাওয়া-পাওয়া সবকিছুতেই মিশে […]