মোঘল আমলে বঙ্গভূমির উন্নয়নে মহামান্য এমামুযযামান এর পূর্বপুরুষ সইদ খান পন্নীর অবদান
প্রায় চারশত বৎসর পূর্বে এক মহিমান্বিত বীরপুরুষ, তদানীন্তন মোঘল সাম্রাজ্যের পূর্বপ্রান্তে সুশাসন ও সুব্যবস্থা প্রতিষ্ঠিত করে জনশূন্য এক বিস্তৃত প্রদেশে লোক-নিবাস স্থাপন করেছিলেন। আজ আমরা সেই মহাত্মার কথা বলব। ইতিহাসে সইদ খাঁর নাম বিশেষভাবে কীর্তিত না হলেও যে আটিয়া পরগণায় তাঁর সংখ্যাতীত কীর্তিচিহ্ন রয়েছে, সেই বিস্তৃত প্রদেশের প্রত্যেক অধিবাসী আজিও তাঁর নাম, ভক্তি ও শ্রদ্ধার […]