তারিখ:- ০৫/১২/২০১৬
আমি অনেক ইসলামি দলের সংস্পর্শে গিয়েছি এবং আমি দীর্ঘদিন যাবৎ অন্যান্য সংগঠনের সাথে জড়িত। আমি বেশ কিছু দিনযাবৎ হেযবুত তওহীদ সম্পর্কে জানার চেষ্টা করতেছি। আমার কাছে মনে হয় আল্লাহর রসুলের সময় রসুলের আসহাবরা কেউ মেষ চড়াতেন, কেউ বকরি চড়াতেন এবং দ্বীনের কাজ করতেন, তখন আল্লাহর রসুল তাদের সাথে ছিলেন, তারা রসুল (সাঃ) কে নিজ চক্ষে দেখেছেন। কিন্তু হেযবুত তওহীদের মোজাহেদ/মোজাহেদা ও আমিররা কেউ ভ্যান চালান, কেউ হকারি করেন এবং কেউ কাপড় বিক্রি করে অনেক কষ্ট করে দ্বীনের কাজ করেন। আমার কাছে মনে হয় রসুল (সাঃ) আসহাবদের মতোই হেযবুত তওহীদের মোজাহেদ/মোজাহেদারা দ্বীন প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেন। কারণ, তখন আসহাবদের সামনে রসুল (সাঃ) ছিলেন এখন তিনি নেই হেযবুত তওহীদের এ কার্যক্রমকে কেউ দমিয়ে রাখতে পারবে না। তারা সামনের দিকে এগিয়ে যাবে। কারণ, তাদের সাথে আল্লাহর সাহায্য আছে বলে আমি মনে করি। আল্লাহর সাহায্য ছাড়া এই কাজ কখনোই সম্ভব নয়। আমি হেযবুত তওহীদকে নিয়ে একটি আর্টিকেল লিখতেছি আমার পত্রিকায় প্রকাশ করার জন্য। আমি আপনাদের কেন্দ্রেও লেখাটা পাঠাব। যদি সম্ভব হয় আমার লেখাটা একটি ছোট বই আকারে প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আমার মন্তব্যটা ইচ্ছা করলে আপনারা আপনাদের পত্রিকায় আমার নামসহ প্রকাশ করতে পারেন।
জসিম উদ্দিন
সহকারী সম্পাদক সুনামগঞ্জের সময়