জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান নিয়ে দেশজুড়ে নানান কর্মসূচি পালন করছে হেযবুত তওহীদ। এরই ধারাবাহিকতায় ২৩ জুন ২০১৬ (শনিবার) সকালে রাজধানীর চকবাজারের পশ্চিম ইসলামবাগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের আমীর মসীহ উর রহমান। বাংলাদেশে জঙ্গিবাদের হুমকির কথা উল্লেখ করে বলেন, যারা ইসলামের নামে বোমা মেরে মানুষ পুড়িয়ে মারে, যারা বিদেশি মেহমানদের জবাই করে হত্যা করে তারা ইসলাম ও মানবজাতির শত্রু। তিনি বলেন, আল্লাহ ও রসুলের প্রকৃত ইসলামে কখনই জঙ্গিবাদ ছিল না। এটা মুসলিম দেশগুলোকে ধ্বংস করার পশ্চিমা ষড়যন্ত্রের একটি রূপ। তিনি আরো বলেন, যারা মানুষকে বাঁচাতে জীবন দেয় তারাই প্রকৃত শহীদ। যারা নিরপরাধ মানুষকে হত্যা করে শহীদ বলে দাবি করে তারা কখন শহীদ নয়। একথা আজকে জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম বাবুল। তিনি তার বক্তৃতায় বলেন, আমাদের দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একদল বিপথগামী মানুষ ইসলামের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে তাদের অপচেষ্টা কখনই সফল হবেনা বলে মন্তব্য করেন তিনি।