২৩ জানুয়ারি ২০১৭ তারিখে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গার মুমিনপুরে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শীতকালীন ধর্মসভা (ওয়াজ মাহফিল)” শিরোনামে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
মোমিনপুর উপজেলার সরিষাডাঙা বাউল একাডেমির মাঠে হেযবুত তওহীদের উদ্যোগে উক্ত ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা তার বক্তব্য শুরু করার খানিক বাদেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। হাজারো জনতার উপস্থিতিতে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা একটানা বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
এসময় তিনি বর্তমান মুসলিম জাতির করুণ অবস্থার চিত্র তুলে ধরেন এবং এক সময় বিশ্বের নেতৃত্ব দানকারী এই জাতির আজকের এই পরিণতির কারণ তুলে ধরেন। পাশাপাশি এই অবস্থা থেকে উত্তরণের পথও তুলে ধরেন হেযবুত তওহীদের এমাম। মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহমান, চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সভাপতি তানভীর আহমেদ প্রমুখ। মাহফিলে সভাপতিত্ব করেন মোমামিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোর্য়দার।
এসময় আরো উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ও শেখ মনিরুল ইসলাম প্রমুখ, চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক এস এম আনোয়ার হুদা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব মাওলানা আব্দুর রহমান প্রমুখ।