৭ ফ্রেব্রুয়ারি ২০১৮ রোজ বুধবার মেহেরপুরের গাংনীতে হিযবুত তওহীদের এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদী আগ্রাসনসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হেযবুত তওহীদের উদ্যোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে দেবীপুর ডি.জে.এম.সি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মীসভার আয়োজন করা হয়।
সভায় হেযবুত তওহীদের স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি হাজার হাজার স্থানীয় জনতা অংশগ্রহণ করেন। বিপুল জনতার উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এসময় তিনি দেশকে জঙ্গিবাদী তাণ্ডব ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে প্রতিটি ঘরে ইসলামের প্রকৃত শিক্ষাকে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
ডি.জে.এম.সি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম শেখ, গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি ও মটর শ্রমিক ইউনিয়নের বামন্দী শাখার সভাপতি মো. ইউনুচ আলী, বামন্দী ইউ.পি সদস্য মো. আলফাজ উদ্দীন, আশাদুল ইসলাম আশা, তেতুলবাড়িয়া ইউ.পি সদস্য আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. জাহিদুল ইসলাম বিদ্যুৎ, ডি.জে.এম.সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মো. শহিদুল ইসলাম শহিদ, আবুল বাশার, মো. দেলোয়ার হোসেন, আরোজ উল্লাহ, আতাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মো: শরিফুল ইসলাম। সার্বিক সহযোগীতায় ছিলেন হেযবুত তওহীদের বামন্দী ইউনিয়ন সভাপতি মো. জয়নাল আবেদীন এবং আব্দুস সামাদসহ মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সকল সদস্যবৃন্দ।
![07.02.2018_Meherpur Kormi Shova_Emam Speech (56)-min](https://www.hezbuttawheed.org/wp-content/uploads/2018/02/07.02.2018_Meherpur-Kormi-Shova_Emam-Speech-56-min.jpg)
![07.02.2018_Meherpur Kormi Shova_Audience (19)-min](https://www.hezbuttawheed.org/wp-content/uploads/2018/02/07.02.2018_Meherpur-Kormi-Shova_Audience-19-min.jpg)
![07.02.2018_Meherpur Kormi Shova_Audience (35)-min](https://www.hezbuttawheed.org/wp-content/uploads/2018/02/07.02.2018_Meherpur-Kormi-Shova_Audience-35-min.jpg)
![07.02.2018_Meherpur Kormi Shova_Discipline and Crew (9)-min](https://www.hezbuttawheed.org/wp-content/uploads/2018/02/07.02.2018_Meherpur-Kormi-Shova_Discipline-and-Crew-9-min.jpg)
![07.02.2018_Meherpur Kormi Shova_Discipline and Crew (6)-min](https://www.hezbuttawheed.org/wp-content/uploads/2018/02/07.02.2018_Meherpur-Kormi-Shova_Discipline-and-Crew-6-min.jpg)
![Meherpur Kormi Shova 07.02.2018_Joining (21)-min](https://www.hezbuttawheed.org/wp-content/uploads/2018/02/Meherpur-Kormi-Shova-07.02.2018_Joining-21-min.jpg)