রংপুর তারাগঞ্জ ওয়াকফ এস্টেট বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হেযবুত তওহীদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বৃষ্টিকে উপেক্ষা করে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে সেমিনারটি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় চলমান সঙ্কট থেকে মানবজাতির শান্তির লক্ষ্যে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আতাউর রহমান। ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের আমীর মো. মসীহ উর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ আমরা যেভাবে যামানার এমামের আহ্বানে এই সেমিনারে মিলিত হয়েছি ঠিক সেই ভাবে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ করতে হেযবুত তওহীদের নিবেদিত সদস্যরা সারা বাংলাদেশে সেমিনার, মত বিনিময় সভা, সাংবাদিকদের নিয়ে সম্মেলন ইত্যাদি বহুমুখী কার্যক্রমের মধ্য দিয়ে ঐক্যের আহ্বান করে যাচ্ছে। আমরা জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর অনুসারীরা সকল শ্রেণি-পেশার মানুষকে মানুষের কল্যাণে কাজ করার জন্য আহ্বান করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমাদের মধ্যে বিরাজিত অনৈক্য সৃষ্টি করে যাচ্ছে এক শ্রেণির ধর্মব্যবসায়ীরা। তারা ধর্মকে নিয়ে নিজেদের স্বার্থে ব্যবসা ও অপরাজনীতি করে যাচ্ছে। তাদের এসকল কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।” উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম; ২নং কুর্শা ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম মার্শাল; উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আহ্সানুল হক, কুর্শা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. জিকরুল হক, আলমপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি আলহাজ¦ মো. আতিয়ার রহমান তার বক্তব্যে বলেন, “হেযবুত তওহীদ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য বিভিন্ন সভা, সেমিনারে প্রামাণ্যচিত্র প্রদর্শন করে সচেতন করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।” হেযবুত তওহীদের যাবতীয় কার্যক্রম সকল মানুষের কাছে আরো ব্যাপকভাবে পৌঁছানোর জন্য সার্বিক সহযোগিতার আশ^াস দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আতাউর রহমান। আয়োজিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমীর মো. আশেক মাহমুদ, রংপুর আঞ্চলিক আমীর মো. শাহারুল এসলাম, রংপুর জেলা আমীর মো. মোসলেম উদ্দীন, দিনাজপুর আঞ্চলিক আমীর মো. আক্কাস আলী, হেযবুত তওহীদের সদস্য মো. আব্দুল কুদ্দুস শামীম (দৈনিক বজ্রশক্তির রংপুর জেলা প্রতিনিধি), মো. আমিরুল ইসলাম (দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান) প্রমুখ। সেমিনারের মিডিয়া পার্টনার ছিল দৈনিক বজ্রশক্তি ও জেটিভি অনলাইন।