২৩শে মার্চ, ২০১৪ ইং দৈনিক দেশেরপত্রের মাগুরা জেলা ব্যুরো কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা সদর উপজেলার যশোর রোড ভায়না মোড়ে কার্যালয়টির উদ্বোধন করেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। মাগুরা জেলা ব্যুরো প্রধান হারুনর রশিদের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জহুর-ই-আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মো. রানা আমির ওসমান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগ সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম, দৈনিক দেশেরপত্রের সাব এডিটর শেখ মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দেশেরপত্রের বিশেষ প্রতিনিধি শামীম আশরাফ।
এর আগে একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি সদর উপজেলার যশোর রোড ভায়না মোড় থেকে শুরু হয়ে কলেজ রোড, চৌরঙ্গীর মোড়, প্রদক্ষিণ করে পুনরায় ব্যুরো অফিসের সামনে এসে শেষ হয়।