বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মাননীয় এমাম! ‘স্মার্ট বাংলাদেশ গড়ার মূলমন্ত্র-শিক্ষা হোক বাস্তবসম্মত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গতকাল। এ উপলক্ষে শিক্ষাবিদ, সাংবাদিক, কবি, সাহিত্যিকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। সংগঠনের চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যক্ষ এম শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী সোসাইটির চেয়ারম্যান ও হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। গত ২২ জুলাই ২০২৩ইং শনিবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মার্তভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।