২৭ মার্চ, ২০১৪ইং রোজ বৃহস্পতিবার নাটোরের গুরুদাসপুর উপজেলা দেশেরপত্রের উপজেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলার চাঁচকৈড় রসুন হাটায় কার্যালয়টি উদ্বোধন করেন গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লা। অনুষ্ঠানে দেশেরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দাহ পন্নী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী। সভায় বিশেষ অতিথি ছিলেন দেশেরপত্রের উপদেষ্টা মসীহ্ উর রহমান, গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক শ্রী প্রশান্ত কুমার সরকার, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান মোল্লা, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. আরিফুল ইসলাম বিল্পব, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ধর্মব্যবসায়ীরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অপপ্রচার চালিয়ে সাধারণ জনগণকে তাদের রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে। ধর্মব্যবসায়ীরা ওয়াজ করে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করে। ধর্মব্যবসায়ীরা এতই নিকৃষ্ট যে ওয়াজ করার পর টাকা কম হলে রাগারাগি শুরু করে দেয়। সাধারণ মানুষকে এখন উপলব্ধি করতে হবে যে, ধর্ম ব্যবসায়ীরা যা বলে তা সত্য বলে কিনা যাচাই করতে হবে। জাতির এই ক্রান্তি লগ্নে দৈনিক দেশেরপত্র সেই মহাসত্য গুলি তুলে ধরছে। আমাদের সবার উচিৎ দেশেরপত্রের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।