হেযবুত তওহীদের উদ্যোগে চট্টগ্রামে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই ২০১৬ শুক্রবার হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে চট্টগ্রাম জোলারহাট হানিমুন টাওয়ার থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি পাহাড়তলি অলংকার মোড় হয়ে এ.কে খান সড়ক ঘুরে পুনরায় হানিমুন টাওয়ারে গিয়ে শেষ হয়।
হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমীর মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মুখপাত্র শফিকুল আলম উখবাহ্। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রচলিত ইসলাম, ইলামই নয়। ইসলাম এসেছে মানবজাতির মুক্তির লক্ষ্যে, সত্য, ন্যায়, হক প্রতিষ্ঠার জন্য। অথচ এখন সেই ইসলামের দোহাই দিয়ে সন্ত্রাস-জঙ্গীবাদ সৃষ্টি করা হচ্ছে। প্রচলিত ইসলাম সঠিক হলে সমাজে এত অন্যায়-অত্যাচার-অবিচার, মারামারি-হানাহানি-খুনাখুনি-রক্তপাত, হত্যা-ধর্ষণ, দুর্নীতি তথা অশান্তি থাকত না। কারণ ইসলাম শব্দের আক্ষরিক অর্থই শান্তি। সুতরাং শান্তির ধর্মে এতো অশান্তি থাকতে পারে না।