বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট প্রেসক্লাবে গত শনিবার দৈনিক দেশেরপত্র ও দৈনিক বজ্রশক্তির উদ্যোগে ‘এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের চিকিৎসক জ্ঞান রঞ্জন চক্রবর্তী, কেন্দ্রীয় জাতীয় পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাগেরহাটের সভাপতি শিবু প্রসাদ ঘোষ, বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডঃ মিলন কুমার ব্যানার্জী, মহিলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিল্পি রানী সমাদ্দার, ক্যাথরিন রোজারিয়া আর এন ডি এম, দেশেরপত্রের সাব-এডিটর সাইফুর রহমান, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান ডাঃ মাকসুদে মাওলাসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেমিনারে অতিথিরা তাদের বক্তব্যে সমৃদ্ধ জাতি গড়ে তুলতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে যামানার এমামের প্রস্তাবনা তুলে ধরেন। অনুষ্ঠানে আগত সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী অতিথিরা যামানার এমামের প্রস্তাবনার সাথে একমত পোষণ করেন এবং দৈনিক বজ্রশক্তি ও দেশেরপত্রের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান।