‘সকল ধর্মের মর্মকথা – সবার ঊর্ধ্বে মানবতা’ এই কথাকে হৃদয়ে ধারণ করে “উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি”- শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় রাজধানীর বিজয়নগরে হোটেল ৭১ এর কনফারেন্স রুমে সাংবাদিক, লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ।
দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের চেয়ারম্যান এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ একে একে প্রতিপাদ্যের উপর আলোচনা রাখেন এবং তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে আরো আলোচনা করেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাস গুপ্ত, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যববস্থাপনা পরিচালক মনিন্দ্র কুমার নাথ, সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস অ্যান্ড ইন্টার কালচারাল ডায়লগ এর পরিচালক অধ্যাপক ড. ফারজিন হুদা, বিশিষ্ট লেখক ও কলামিস্ট মমতাজ লতিফ, সম্প্রীতি বাংলাদেশে সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মামুন আল মাহতাব, বাংলা একাডেমির পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক রফিকুর রশিদ, বাংলাদেশ অনলাইন একটিভিস্ট ফোরামের প্রেসিডেন্ট কবির চৌধুরী তন্ময়, বিশিষ্ট সাংবাদিক ও কবি সৌমিত্র দেভ, বাংলাদেশ খ্রিস্টান মহাজোটের প্রেসিডেন্ট ও বিশিষ্ট আইনজীবী মিস্টার ডেনিয়েল নির্মল ডি কোস্টা, শিশু সাহিত্যিক হুমায়ূন কবির ঢালি, চারুলিপির প্রকাশক হুমায়ূন কবির প্রমুখ।
আলোচকরা অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ের উপরে সহমত পোষণ করেন। তারা হোসাইন মোহাম্মদ সেলিমের এই সংগ্রামকে সাধুবাদ জানান। তার সাহসীকতার প্রসংশা করেন এবং এই উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেন।

376728311_794597129334760_7284138648217209360_n

375834630_794596069334866_5945273692973247966_n

376234836_794596432668163_3665605250919116808_n

376248152_794596106001529_2081431058759891227_n

376256380_794596356001504_1542999776030812857_n

376258128_794596012668205_253796156184800782_n

376274973_794596136001526_3614702940637270080_n

376720721_794596382668168_7628847713112077783_n

376758553_794596466001493_9090866100000039711_n

376769061_794595716001568_5253581044894848436_n

376815025_794595966001543_1317551376895549205_n
No More Entries