ধর্মব্যবসা ও জঙ্গিবাদ বিরোধী প্রচার ও কালো তালিকা থেকে হেযবুত তওহীদের নাম প্রত্যাহার প্রসঙ্গে আবেদন পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিবেচনার জন্য গৃহিত হয় ২০১৪ সালের ৯ই নভেম্বর।
আবেদনটি অনুমোদনের জন্য সুপারিশ করেন ততকালিন ক্রিড়া মন্ত্রনালয়ের মাননিয় উপমন্ত্রি জনাব আরিফ খান জয়।
তিনি তার সুপারিশে বলেন, সংগঠনটির কার্যক্রম এ ব্যাক্তিগতভাবে অংশগ্রহণ করেছি ও তাদের video presentation দেখেছি, সকল কিছুই জাতি ও রাষ্ট্রের জন্য অতীব মঙ্গলের বিধায় সংগঠনটির ভবিষ্যত কার্যক্রম জামাত শিবির ও ধর্মব্যবসায়ীদের বিরোদ্ধে চলমান রাখা গুরুত্বপূর্ণ বিধায় তাদের সর্বাঙ্গীন সহযোগীতার জন্য জোর সুপারিশ করছি।