গণমাধ্যমের উচিৎ জনসচেতনতামূলক সংবাদ প্রকাশ করা
-অভি চৌধুরী
পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে দৈনিক দেশেরপত্রের উদ্যোগে আয়োজিত “মানবতার কল্যাণে সত্যের প্রকাশ” শীর্ষক আলোচনা সভায় ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি অভি চৌধুরী বলেন আরো বলেন, “আসলে সংবাদ কী? সংবাদ হোচ্ছে যা সত্যই ঘটেছে তার পরিষ্কার বিবৃতি। শুধু ঘটনা তুলে দিলেই আবার সংবাদ হয় না। কোন দুর্ঘটনার সংবাদ লিখতে গেলে পরবর্তীতে ঐ একই দুর্ঘটনার পুনরাবৃত্তি কিভাবে রোধ করা যায় তার দিকনির্দেশনাও সংবাদে থাকতে হবে। অর্থাৎ একজন গণমাধ্যমকর্মীকে একই সাথে সামাজিকভাবে দায়বদ্ধ হতে হবে। এই নীতি অনুসারে যদি সকল গণমাধ্যম জনসচেতনতামূলক রিপোর্ট কোরত, তবে মানুষ অনেক সচেতন হয়ে যেত, সেই সাথে দুর্ঘটনার হারও অনেক কমে যেত। অধিকাংশ পত্রিকাই কিন্তু এ কাজটি করে না।” তিনি দেশেরপত্রের প্রতি কিছু গঠনমূলক সমালোচনা তুলে ধরে বলেন, “দেশেরপত্র যদি যথাযথভাবে তার গৃহীত নীতি অনুসরণ করতে পারে তবে তাদের মাধ্যমে দিক-দিগন্তে এই জনসচেতনতা বৃদ্ধি পাবে। আমি আশা করি দৈনিক দেশেরপত্র যে উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে তাতে তারা সফল হবে।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গীতিকার, কলামিস্ট ও সাংবাদিক জনাব কে জি মোস্তাফাসহ অন্যান্য অতিথিবৃন্দ।