সারকথা
রাজশাহী, গোদাগাড়ী থানার জিডি- ৫৯৭, তারিখ- ১৪/১১/২০১২ ইং, ধারা- ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১।
সন্দিগ্ধ আসামী ১. মোঃ মোয়াজ বিন কাশেম (১৯) ও
২. মোঃ মোতালেব হোসেন (১৮)
প্রকৃত ঘটনাঃ এ যামানার এমামের অনুসারী মোয়াজ বিন কাশেম (১৯) ও মোঃ মোতালেব হোসেন (১৮) রাজশাহী, গোদাগাড়ী থানাস্থ সুলতানগঞ্জ বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ উপায়ে সর্বশ্রেণীর মাঝে আল্লাহর মোজে’জা হেয্বুত তওহীদের বিজয় ঘোষনার বার্তা পৌছানোর সময় স্থানীয় মোল্লা লেবাসধারী প্রতারক ষড়যন্ত্র করে হেযবুত তওহীদের সদস্যরা জঙ্গি তৎপরতা চালানোসহ ইসলামের অপব্যাখ্যা করে সদস্য সংগ্রহের কাজ চালাচ্ছে বলে থানায় মিথ্যা তথ্য দিলে থানা পুলিশ এসে উক্ত বাসস্ট্যান্ড থেকে মোজাহেদদ্বয়কে “আল্লাহর মোজে’জা হেযবুত তওহীদের বিজয় ঘোষণা” শিরোনামের লিফলেট ও মোহাম্মদ বায়াজীদ খান পন্নী রচিত ধর্মীয় বইসহ আটক করে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদসহ আন্দোলন ও প্রকাশনার বৈধ কাগজাদি দেখে অপরাধমূলক কোন কিছু না পেয়েও তাদেরকে সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে ফৌঃকাঃবিঃ আইনের ১৫১ ধারা মতে আদালতে সোপর্দ করে।
পুলিশ ফরোয়ার্ডি-এ আনিত অভিযোগঃ সুলতানগঞ্জ জনৈক জিয়ার দোকানে ও পাশ্ববর্তী দোকানে “আল্লাহর মোজেজা হেযবুত তওহীদের বিজয় ঘোষণা” শিরোনামের লিফলেট ও মোহাম্মদ বায়াজীদ খান পন্নী রচিত ধর্মীয় বইসহ স্থানীয় জনগণ আসামীদ্বয়কে আটক করে ধর্ম ও ইসলাম বিরোধী বিষয় নিয়া ক্ষোভ হইয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘœ সৃষ্টি করিলে সংবাদ পাইয়া টহলরত অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করিয়া আসামীদের হেফাজত হইতে জব্দকৃত ধর্মীয় ও ইসলামী নিষিদ্ধকৃত বই ও লিফলেট জব্দ করিয়া আইন শৃঙ্খলা রোধ ও শান্তি রক্ষার্থে ফৌঃকাঃবিঃ ১৫১ ধারায় গ্রেফতার করিয়া ও/সি, গোদাগাড়ী মডেল থানার সাথে আলোচনা করিয়া উক্ত ধারায় আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।
তদন্ত প্রতিবেদনঃ ………………..স্থানীয় তদন্তে জানা যায় তাহারা হিজবুত তওহীদের সদস্য তবে তাহাদের স্বভাব চরিত্র ভাল। তাহাদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করিয়া বিরূপ কোন তথ্য পাওয়া যায় নাই এবং তাহারা কোন রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডের সহিত জড়িত নহে বলিয়া ফেরৎ বেতার বার্তায় জানাইয়াছেন। আসামীদ্বয় কোন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য নয়।
তদন্ত প্রতিবেদন দাখিল ০১/১২/২০১২ ইং।