জঙ্গিবাদ, সস্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশব্যাপী হেযবুত তওহীদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে ৩০ জুলাই ২০১৬ পাবনার চাটমোহর উপজেলায় র্যালী ও সুধী সমাবেশ আয়োজন করা হয়। চাটমোহর থানা এলাকা থেকে শুরু হয়ে একটি র্যালি থানা বাজার, কলেজ গেট, বাসস্টান্ড, জিরো পয়েন্ট, শাহী মসজিদ, নতুনবাজার, জাদ্রিস মোড় এলাকা প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের পাবনা জেলা আমির মো: শামসুজ্জামান মিলন। এ সময় হেযবুত তওহীদের চাটমোহর উপজেলা আমির মো: আকরাম হোসাইন, ঈশ্বরদী উপজেলা আমির মো: তহুরুল ইসলাম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী, প্রশাসনের সদস্যগণসহ বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আজ বিশ্বময় যে ইসলাম চলছে, সেটা আল্লাহ ও তাঁর রসুলের প্রকৃত ইসলাম নয়। যে ইসলাম অন্যায়-অশান্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে, সেটা কখনও আল্লাহ ও রসূলের (সা:) ইসলাম হতে পারে না। যে ইসলাম মারামারি, হানাহানি, অন্যায়-অশান্তিকে লুপ্ত করে ঐক্যহীন জাতিকে ন্যায়, শান্তির পক্ষে ঐক্যবদ্ধ একটি জাতিতে পরিনত করে সেটাই প্রকৃত ইসলাম। অথচ আজকে যে ইসলাম চালু আছে তা মানুষকে সন্ত্রাস-জঙ্গিবাদ ও অন্যায়-অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। বক্তরা বলেন, আজকে আমাদের জঙ্গিবাদ নির্মূলে প্রত্যকে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষা প্রত্যেকটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। ১৬ কোটি বাঙ্গালিকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে।