২৭ জানুয়ারি ২০১৭ তারিখে নাটোরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নাটোর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোর জেলা হেযবুত তওহীদের সভাপতি সাকিব আহাম্মেদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল জলিল প্রামাণিক। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
এসময় আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা হেযবুত তওহীদের উপদেষ্টা ও ৫ নং মাঝগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম ফকির, মাঝগাঁও ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনী কুতুব, বড়াইগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব জাবেদ মাসুদ, বনপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল আলীম সরদার, নটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক, তিরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ প্রমুখ। এছাড়াও দুই হাজারেরও অধিক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ইসলামের প্রকৃত শিক্ষার ভিত্তিতে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।